সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বন্ধু ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ জানুয়াারি) সকালে সরাইল প্রাণী সম্পদ হাসপাতাল মাঠে বন্ধু ফাউন্ডেশন এর উদ্যোগে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে ২ শতাধিক শীতবস্ত্র উপহার হিসাবে কম্বল বিতরণ করা হয়।
বন্ধু ফাউন্ডেশনর সদস্য আশিষ দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক কল্যাণ ট্রাষ্টের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু,সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ ,সরাইল সদর ইউনিয়ানের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল জব্বার, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ মনির হোসেন, সাংবাদিক পারভেজ, কালিকচ্ছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিক, উপজেলা আওয়াামীলীগের সদস্য মোস্তাফিজুর রহমানসহ বন্ধু ফাউন্ডেশন এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী জামাল হোসেন ও গীতা পাঠ করেন ভবতোষ চক্রবর্তী।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply