স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
তিতাস জনপদের সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কবি, ছড়াকার-মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের জন্মদিন পালন করা হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৫ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কুমারশীল মোড়স্থ সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের হলরুমে কবি জয়দুল হোসেনের জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা প্লাটফর্ম।
দেশ বরেন্য কবি-সংগঠক ফরিদ আহমেদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিশিষ্ট লেখক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
শিল্পকলা একাডেমির সদস্য সচিব উসমান গনি সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু তাহের, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জৈষ্ঠ সাংবাদিক মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আমিন শাহীন, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদুল ইসলাম, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক সাংবাদিক মোঃ মনির হোসেন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ কবি জয়দুল হোসেনকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের আবৃত্তি শিল্পীরা কবি জয়দুল হোসেনকে উৎসর্গ করে দলীয় ও একক আবৃত্তি করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply