কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
দেশব্যাপি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ও ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশনা বাস্তবায়নে জনসচেতনতার পাশাপাশি মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পল্লী চিকিৎসক সমিতি। সোমবার (৩১জানুয়ারী) দুপুর ১২ টায় বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কমলগঞ্জ শাখার আয়োজনে উপজেলা চৌমুহনীর ময়না চত্বরে সচেতনতামূলক সভা ও মাস্ক বিহীন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার,কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বীর এলাহী,কমলগঞ্জ উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি মোনায়েম খাঁন,সহ-সভাপতি মোস্তাক আহমেদ,সাধারণ সম্পাদক এম এ সালামসহ উপজেলা পল্লী চিকিৎসক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক কর্যক্রম থেকে করোনাভাইরাসের আক্রমণ রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানসহ সকলকে মাস্ক পরিধানের আহ্বান জানানো হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply