কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি মৌলভীবাজারের কমলগঞ্জে আবুল হোসেন হত্যা মামলার দীর্ঘদিন পলাতক থাকা ওয়ারেন্ট ভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে কমলগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার পতনঊষার ইউনিয়নের জগন্নাথপুর এলাকার হাবিবুর রহমান রুবেল (৩০) ও খয়রুল ইসলাম (২৪)। তারা একই এলাকার ইছাক মিয়ার ছেলে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল তাদেরকে নিজ বাড়ি থেকে আটক করে।পুলিশ সুত্রে জানা যায়, ২০১৭ সালে আবুল হত্যার পর থেকে আসামিরা পলাতক ছিল। গত সোমবার রাতে হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই পলাতক আসামীদেরকে গভীর রাতে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৭ সালে আবুল হত্যার পর থেকে মামলার ওয়ারেন্ট ভুক্ত
দুই সহোদর আসামি পলাতক ছিলেন। সোমবার রাতে তাদেরকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply