স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি
ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে তিন চাকার যানবাহন বন্ধসহ ৭ দফা দাবিতে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
বুধবার (২৪ জুলাই) বিকেলে পৌর শহরের মেড্ডাস্থ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী জসিম উদ্দিন জমশেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি উমর ফারুক জীবন, বাস মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি কাজী আজাদ, যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন বাবুল, লোকাল বাস পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবুল বাশার ও সাধারণ সম্পাদক নিয়ামত খান প্রমুখ।
অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, জেলার সড়ক-মহাসড়কে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত তিন চাকার যানবাহনসহ অবৈধ যানবাহনের চলাচল বৃদ্ধি পেয়েছে। আদালতের নির্দেশনা অমান্য করে এসব নিষিদ্ধ যান চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। সাত দফা দাবি বাস্তবায়নের জন্য প্রশাসনকে আলটিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেয়ায় বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলবে। ধর্মঘটের সময় ঢাকা-সিলেট, কুমিল্লা সিলেট ও চট্টগ্রাম-সিলেট মহাসড়কসহ সব আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকবে।
এদিকে এর আগে গত ২০ জুলাই ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সাত দফা দাবি তুলে ধরে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply