সরাইল উপজেলা প্রতিনিধি
প্রবাসী স্বামীর টাকা পয়সা, স্বর্ণালঙ্কার কৌশলে নিয়ে বাপের বাড়িতে গিয়ে স্বামীকে উল্টো ফাঁসাতে নারী নির্যাতন মামলা করেছে এক প্রবাসীর স্ত্রী। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের।
ভুক্তভোগী বাড়িউড়া গ্রামের ছাদু মিয়ার ছেলে প্রবাসী কামাল মিয়া অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী মজলিশপুর গ্রামের ইউনুছ মিয়ার মেয়ে মমতাজ বেগমের সাথে প্রায় ১০ বছর আগে আমার বিবাহ হয়। বিবাহের তিনবছর পর বাবার জমি বিক্রি করে আমি সৌদি আরবে চাকুরী করতে যাই। প্রবাসে থেকে সাত বছরে প্রায় ১১ লক্ষ টাকা ও ৪ ভরি স্বর্ণ স্ত্রীর কাছে পাঠিয়েছি। গত দু-এক মাস আগে আমি ছুটিতে বাড়ি এসে স্ত্রী মমতাজের কাছে আমার জমানো টাকার হিসাব চাইলে সে কৌশলে বাবার বাড়িতে চলে যায়। কয়েকদিন পর স্বামী শ্বশুর ও শ্বাশুরীর বিরুদ্ধে নারী নিযার্তনের মিথ্যা মামলা করেন। এ ঘটনায় আমরা হতবাক হয়ে গেছি। পরে কামাল মিয়া স্থানীয় গ্রাম্য শালীশের শরণাপন্ন হলে স্ত্রী মমতাজের পক্ষ থেকে আপোষ মিমাংসার কথা বলে তার মামা রমজান মিয়ার মাধ্যমে স্বামীর সংসার না করার প্রস্তাব দেয়।
এলাকাবাসি জানায়, প্রবাসী স্বামীর টাকা পয়সা, স্বণার্লঙ্কারের হিসাব না দিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে বাপের বাড়িতে গিয়ে স্বামীর বিরুদ্ধে উল্টো নারী নির্যাতন মামলা দায়েরের বিষয়টি সবাইকে মমার্হত করেছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply