ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার (ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়) অন্যতম ট্রাস্টি বরেণ্য শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান জহুরুল হক হলের প্রভোস্ট ব্রাহ্মণবাড়িয়ার অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর ড. দেলোয়ার হোসেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) মহামান্য রাষ্ট্রপতি আগামি ০৫ (পাঁচ) বছরের জন্য ড. দেলোয়ার হোসেনকে এই নিয়োগ প্রদান করেন। প্রফেসর ড. দেলোয়ার হোসেন পিএসসি’র সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে প্রফেসর ড. দেলোয়ার হোসেনকে উষ্ণ অভিনন্দন জানান। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply