আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের লক্ষীপুর মৌজায় অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উত্তর পূর্ব কোনায় ৯৪৯ দাগের ২৫ শতক সরকারী খাস ভূমি গ্রামের সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা নামধারী ইব্রাহিম মিয়ার ছেলে মোঃ আমীর হোসেন ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক দখল করে বাড়ী নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে গত ১লা ফেব্রুয়ারী ২০২২ গ্রামের মোঃ আজিজুল হক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চেয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান শাওনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি তাৎক্ষনিক বুড়িশ্বর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কুমুদ লাল দেবকে ঘটনাস্থলে পাঠিয়ে কাজ বন্ধ করেছি। তিনি বলেন এখন আমি আবারো তার সাথে যোগাযোগ করে কোন অবস্থা আছে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply