স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ বাধন বর্মন-(২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছেন র্যাব।
রবিবার (০৬ ফেব্রুয়ারি) রাত ১১ টা ৪০ মিনিটে জেলার সরাইল উপজেলার হরিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল রবিবার রাত ১১ টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হরিপুর গ্রামে অভিযান চালিয়ে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পলতাকান্দা গ্রামের মৃত সত্যবর্মনের ছেলে বাধন বর্মনকে আটক করেন। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে ৩০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত ফেনসিডিল ও কাঠের তৈরি ইঞ্জিন চালিত নৌকা।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply