মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামে মাদক ব্যবসায়ীদের হামলায় রফিকুল ইসলাম (৩৫) নামের এক যু্বক আহত হয়েছে। এ ঘটনায় সাবেক সেনা সদস্য মোঃ কাচা মিয়ার ছেলে মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে জজ মিয়া (৭০), সাবুল মিয়ার ছেলে মোজাহিদ মিয়া (২৫),শাহিন মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩০), মোয়াব আলীর ছেলে মোঃ আমিলক (৩৫) সহ ৪ জনকে আসামী করে ওই দিনই নাসিরনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন রফিকুল ইসলাম।
অভিযোগে সুত্রে জানা গেছে, মোজাহিদ সোহাগ, আমিলক তারা মাদকসেবন করেন। তারা মাদক ব্যবসায়ী ও চোর ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। ৯ ফেব্রুয়ারী সকাল অনুমান সাড়ে ১১টায় তারা তিনজন মিলে চোরাই মালামাল ও মাদক নিয়ে একটি অটোরিক্সাযোগে রওয়ানা দেয়। এসময় রফিক তাদের আটক করতে গেলে জজ মিয়া গিয়ে রফিকের হাত থেকে তাদেরকে ছাড়িয়ে দেয়। এসময় তারা তিনজন মিলে লোহার রড দিয়ে রফিককে এ্লোপাথারি মারপিট শুরু করেন। এতে রফিক মাঠিতে পরে গেলে তাদের হাতে থাকা লোহার রড দিয়ে বারি মেরে রফিকের বাম চোঁখে মারাত্বক আঘাত করে। পরবর্তীতে মুমূর্ষ রফিক নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ৪ জনের বিরুদ্ধে নাসিরনগর থানায় লিখিত অভিযোগ দাখিল করে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply