সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় সরাইল উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।দৈনিক আমার সংবাদ পত্রিকার সরাইল উপজেলা প্রতিনিধি নারায়ন চক্রবর্তীকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানান উপজেলা প্রেসক্লাব।
দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি নারায়ন চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল।
সরাইল উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন, খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোঃ শাহজালাল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু হানিফ, ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ার হোসেন, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর আর শাহীন, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা জহিরুল ইসলাম মন মিয়া, সরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল ত্রিতাল সঙ্গিত নিকেতনের অধ্যক্ষ সঞ্জিব কুমার দেবনাথ, সরাইল উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মোঃ শরীফ মিয়া, সাংবাদিক মোখলেছুর রহমান, ক্রীড়া সংস্থার সদস্য মজিদ বক্স এবং সমাজকর্মী ও লেখক রৌশন আলী প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply