সংবাদ শিরোনাম
কমলগঞ্জে দায়িত্ব নিলেন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা

কমলগঞ্জে দায়িত্ব নিলেন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা দায়িত্ব নিয়েছেন। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদে পৃথক পৃথক আয়োজনে তাঁরা দায়িত্বভার গ্রহণ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মনোনীত উপজেলার প্রথম শ্রেণির কর্মকর্তাদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে কমলগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গত ১০ ফেব্রুয়ারি নবনির্বাচিত নয় চেয়ারম্যানকে মৌলভীবাজারের জেলা প্রশাসক মির নাহিদ আহসান শপথবাক্য পাঠ করান। একইদিন বিকেলে সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হক।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com