সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সৌদি আরব প্রবাসী স্বামীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর আসমা বেগমের বিরুদ্ধে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার উত্তর আরিফাইল এলাকার নিজ বাসভবন থেকে ওই আহত স্বামীকে উদ্ধার করে সরাইল থানা পুলিশ।
আহত ওই প্রবাসীর নাম মো. জহিরুল ইসলাম (৪০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের উত্তর আরিফাইল গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে।
সরাইল থানার তদন্ত কর্মকর্ত সিহাবুর রহমান জানায়, মঙ্গলবার সকালে স্থানীয়রা থানায় ফোন দিলে আমরা সেখানে গিয়ে আহত জহিরুল ইসলামকে উদ্ধার করে সরাইল হাসপাতালের চিকিৎসার জন্য পাঠায়। ঘটনার পর থেকে জহিরুল ইসলামের স্ত্রী আসমা বেগম পলাতক রয়েছেন।
আহত প্রবাসী জহিরুল ইসলাম।
আহত জহিরুল ইসলামের পিতা মোঃ শফিকুল ইসলাম ও মাতা রাজিয়া বেগম জানায়, সৌদি আরব প্রবাসী মো. জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে স্ত্রী আসমা বেগমের সঙ্গে পৃথকভাবে বসবাস করে আসছিল। গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাদের রুমের দর্জা খোলা ও রুমে জহিরের গুংগানির আওয়াজ শুনতে পেয়ে ঘরে ডুকার সাথে সাথে জহির বলল আমাকে জবাই করে মাথায় আঘাত করে হাতপা বেধে ঘরে স্বর্ণলংকার টাকা পয়সা সব স্ত্রী আসমা বেগম নিয়ে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে গেছে। তারা আরো জানান, ঘাতক স্ত্রী আসমা বেগম রাত্রে খাবারের সঙ্গে নেশা জাতীয় কিছু মিশিয়ে স্বামীকে খাওয়ালে সে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে তিনটায় হাত-পা বেধে দারালো ছুরি দিয়ে গলা কাটতে যায় তখনই ঘুম ভেঙে যায় জহিরের।
এসময় আসমা টাসকাল দিয়ে মাথায় আঘাত করে। এতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় জহিরুল ইসলাম। এ সুযোগে আসমা ঘরে থাকা স্বর্ণালংকার, টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply