স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সোহেল মিয়া -(৪০) নামে এক মোটরবাইক আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের শান্তিপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে। নিহত সোহেল একই ইউনিয়নের বুগীর গ্রামের মালেক মিয়ার ছেলে।
জানা যায়, গত সোমবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চারপাড়া এলাকার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে আসার সময় রাতে কসবা উপজেলার কুটি ইউনিয়নের শান্তিপুর এলাকায় আসলে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী একটি ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেল মিয়া মারা যান। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে চিনতে পেরে পরিবারের লোকজনকে খবর দিলে পরিবারের লোকজন এসে তাকে সনাক্ত করেন।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply