স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৮ বছরের এক শিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে সোহরাব উদ্দিন-(৩৯) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাওলানা সোহরাব উদ্দিন সুনামগঞ্জ জেলার হাসমত আলীর ছেলে।
গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন থানা পুলিশ। পরে বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত সোহরাব উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও বলৎকারের শিকার শিশুটির পরিবার সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ এলাকার জোবেদা খাতুন জামে মসজিদের ইমাম সোহরাব উদ্দিনের কাছে এলাকার শিশু শিক্ষার্থীরা আরবি পড়তে আসেন। এদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী মসজিদের পাশের কক্ষে সোহরাব উদ্দিনের সাথে এসে ঘুমাতো। সেখানে শিশুটিকে প্রায়ই যৌন নিপিড়ন করতেন ইমাম সোহরাব উদ্দিন। বিষয়টি এতোদিন গোপন থাকলেও মঙ্গলবার রাতে শিশুটির পরিবারের লোকজন জানতে পারেন। এসময় নবীনগর থানা পুলিশকে জানানোর পর রাতেই পুলিশ তাকে গ্রেফতার করেন।
নবীনগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিশন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়ে অভিযুক্ত ইমাম সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply