সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার এর সংঘর্ষে প্রাইভেটকারের ১ যাত্রী নিহত ও অপর ৪ যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮ টায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বাড়িউড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিরকান্দি গ্রামের আবদুর রহমান ভূঁইয়ার ছেলে দুলাল ভূঁইয়াসহ ৫ জন ভাড়ায় চালিত একটি প্রাইভেটকারে মৌলভীবাজার শহর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে আসছিলেন। গাড়িটি উপজেলার বারিউড়া এলাকায় যাত্রীবাহী একটি চলন্ত বাসকে পেছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে প্রাইভেটকারের যাত্রী দুলাল ভূঁইয়া ওরফে দুলো ভূঁইয়া ঘটনাস্থলেই নিহত হন।নিহত দুলাল ভূঁইয়ার পুত্র হানিফ ভূঁইয়াসহ দীন ইসলাম, জাবেদ মিয়া ও নাজমুল হোসেন নামে প্রাইভেটকারের অপর ৪ যাত্রী আহত হন। আহতদের মধ্যে দীন ইসলামকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকীদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply