কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধিঃ
“শ্রেণিবেদ ভাঙি শোষিতের রোষে,সম্প্রতীর মালা গাঁথি ভেদাভেদ নাশে” এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি কমলগঞ্জ উপজেলা শাখা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) কমলগঞ্জ মডেল সরকরি প্রাথমিক বিদ্যালয়ে অনষ্ঠিত হয়।বিকাল ৩টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়।পরে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কমলগঞ্জ সংসদের আয়োজনে কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে উদীচী কমলগঞ্জ শাখার সভাপতি বীরেন্দ্র চন্দ্রের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এড. মকবুল হোসেন।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি এড. মিজানুর রহমান টিপু, কমলগঞ্জ সরকারী গণ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উদীচী মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি জহরলাল দত্ত, সুজা মেমোরিয়াল কলেজের প্রভাষক শাজাহান মানিক, অবসরপ্রাপ্ত শিক্ষক জিতেন্দ্র কুমার সিংহ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ১নং ভানুবিল স: প্রা: বিদ্যালয়ের এস এমসির সভাপতি হাজী জয়নাল আবেদীন, ললিতকলা একাডেমীর গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ, সাংবাদিক শাহীন আহমেদ, শিক্ষক নিরঞ্জন দেব, শিক্ষক সমরেন্দ্র সেন গুপ্ত প্রমুখ।
এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি কমলগঞ্জ উপজেলা শাখা সংসদের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাউন্সিল অধিবেশন অনু্ষ্ঠিত হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply