স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদের শপথ বাক্য পাঠ করালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এইচ ইরফান উদ্দিন আহমেদ।
রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে বিজয়নগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ শপথবাক্য পাঠ করানো হয়।
শপথ বাক্য পাঠে সকলেই দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও আনুগত্য প্রকাশের প্রতি অঙ্গীকারবদ্ধ হন। শপথ গ্রহণ অনুষ্ঠানে সরকারের সমসাময়িক আদেশ বাস্তবায়নের জন্য সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন ইউএনও। এসময় আসন্ন ২৬ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখে ১ কোটি করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন প্রয়োগের জন্য ইউনিয়ন ভিত্তিক পরিকল্পনা করে দেয়া হয়।
শপথ পাঠ অনুষ্ঠানে সকলে একটি সুন্দর ও সুশৃঙ্খল এবং মাদকমুক্ত বিজয়নগর প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।
বিজয়নগরে ইউপি সদস্যদের শপথ পাঠ করাচ্ছেন ইউএনও এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাছুম, জেলা পরিষদ সদস্য নাখলু আক্তার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মামুনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর ২০২১ ইং তারিখে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০ টি ইউনিয়নে ৯০ জন সাধারন সদস্য ও ৩০ জন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হয়। এদের মধ্যে গত ১৭ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখে উপজেলার ১০টি ইউনিয়নের ১০ জন নির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক শাহগীর আলম।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply