মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি
২১শে ফেরুয়ারী ২০২২ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামে ব্যাপক ভাবে এই আয়োজন করেছে ঐক্যবদ্ধ আলোকিত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যোদ্ধা’রা।
তারা খাবার নিয়ে ছুটে যায় সুবিধাবঞ্চিত এলাকায় এ সময় তাদের খাবার নেওয়ার জন্য নামে গ্রামের অসহায় মানুষের ঢল। খাবার বিতরণ চলে দীর্ঘ সময় ধরে। খাবার বিতরণের মাধ্যমে এলাকার প্রতিটি অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে “ঐক্যবদ্ধ আলোকিত বাংলাদেশের”যোদ্ধা’রা।
এ সময় উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উপদেষ্টা পরিষদ, কার্যনিবার্হী পরিষদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা। খাবার বিতরণের আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যোদ্ধারা বক্তব্য রাখেন। তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন ঐক্যবদ্ধ আলোকিত বাংলাদেশের দেশব্যাপী কার্যক্রম। যা শুনে এলাকার সবাই মানবিক কাজের দিকে অনুপ্রাণিত হয়ে। ভবিষ্যতে তারা-ও ঐক্যবদ্ধ আলোকিত বাংলাদেশের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply