ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক ইয়ামিন হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণসহ মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা প্রদান এবং পূর্ণবাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারই প্রথম উদ্যোগ গ্রহণ এবং যথাযথ প্রকল্প বাস্তবায়ন করছে।
গত ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে “যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার মিলনায়তনে” অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, ওয়াছেল সিদ্দিকী, এড. আখতার হোসেন সাঈদ, কমান্ডেন্ট তাজুল ইসলাম, রুস্তম আলী ভূইয়া প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply