বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি পরিচালিত মাস্টার অব ডিজ্যাবিলিটি ম্যানেজমেন্ট এন্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের “ওরিয়েন্টেশন প্রোগ্রাম” ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাউবি’র প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন ও অভিনন্দন জানিয়ে তাদের উজ্জল ভবিষৎ কামনা করেন। এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশে বাউবি’র রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, এম.ডি.এম.আর প্রোগ্রামের টিউটর ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ডা: মোঃ ফিরোজ করিব, বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনিস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: ওবায়দুল হক বক্তব্য রাখেন। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এম.ডি.এম.আর প্রোগ্রামের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপনা করেন স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি শিক্ষক ডাঃ সামীনা আক্তার কাকলী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউবি’র স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি’র ডিন অধ্যাপক ডা: সরকার মোঃ নোমান। তিনি শিক্ষার্থীদের বাউবি পরিবারের অভিনন্দন জানিয়ে এম.ডি.এম.আর প্রোগ্রাম ও বাউবি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। তিনি তাদের সাফল্য কামনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি’র প্রভাষক ও প্রোগ্রামের সমন্বয়কারী ডা: মোহাম্মদ হাবিবুর রহমান। ওরিয়েন্টেশন প্রোগ্রামে ৩৪ জন শিক্ষার্থী অংশ নেয়। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply