সংবাদ শিরোনাম
কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে গণটিকা কার্যক্রম শুরু

কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে গণটিকা কার্যক্রম শুরু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের মত কমলগঞ্জে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কমলগঞ্জ পৌরসভার কার্যালয়,কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,পৌর মেয়রের বাড়ি ও কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৯টি ইউনিয়নের ২৭টি কেন্দ্রে টিকাদান শুরু হয়েছে।  সকাল থেকে বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা  ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,  পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, আলীনগর ইউপি চেয়ারম্যান  নিয়াজ মোর্শেদ রাজুসহ বিভিন্ন  জনপ্রতিনিধিবৃন্দ। পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বের কারণে দ্রুততম সময়ের মধ্যে করোনা টিকা আমদানি করা সম্ভব হয়েছে। জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই মানুষ বিনামূল্যে করোনা টিকা গ্রহণ করতে পারছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com