স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ করতে গিয়ে জনতার হাতে দেওয়ান আনাস (১৬) ও জোনাঈদ (২০) নামে দুই যুবককে আটক করেছেন স্থানীয়রা।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামের স্থানীয় বাসিন্দারা তাদের আটক করেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর তমিজউদদীন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাছিহাতা গ্রামের প্রবাসী আবিদ মিয়ার ছেলে দেওয়ান আনাস একই শ্রেণির এক ছাত্রীকে চান্দপুর ক্যাফে বাগান বাড়ির সামনে থেকে জোরপূর্বক (কালো রংয়ের একটি হাইয়েস) মাইক্রোবাসে তুলে নিয়ে যাচ্ছিলেন। এসময় ইমন নামে স্থানীয় এক যুবক দেখতে পেয়ে মাইক্রোবাসটিকে ধাওয়া করেন। পরে মাইক্রোবাসটিকে পার্শ্ববর্তী চিনাইর বাজারে স্থানীয় জনগনের সহযোগীতায় আটক করা হয়। এসময় এলাকাবাসী মাইক্রোবাসের ড্রাইভার জোনাঈদকেও আটক করেন। আটককৃত জোনাঈদ সদর উপজেলার মাছিহাতা কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা।
আটককৃত মাইক্রোবাস ঘিরে জনতার ভীর।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী যুবক ইমন জানান, আমি সকালে ক্যাফে বাগান বাড়িতে বসে চা খাচ্ছিলাম। এসময় হঠাৎ চোখে পড়ে স্কুল ড্রেস পড়া এক ছাত্রীকে দেওয়ান আনাস ও ড্রাইভার জোনাঈদ মিলে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে। এসময় মেয়েটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে আমি দৌড়ে মোটরসাইকেল নিয়ে মাইক্রোবাসটিকে ধাওয়া করি। পরে চিনাইর বাজারে স্থানীয় জনগনের সহযোগীতায় তাদেরকে আটক করি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, এ ধরনের কোন ঘটনার খবর পায়নি। খবর নিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply