স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রাণ-আরএফএল’ এর কাভার্ড ভ্যান চাপায় ৩ মাটি কাটার শ্রমিক ও ১ স্বাস্থ্য কর্মীসহ ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১ জন আহত হয়েছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মুর্শেদা বেগম-(৫০), দুদু মিয়া -(৬০), ফরিদ মিয়া-(৪২) ও হোসনে আরা বেগম-(৪৮)। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে।
বুধবার (০২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর নামক এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, বুধবার সকাল পৌনে ৭ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর নামক স্থানে সিলেটমুখী প্রাণ-আরএফএল এর একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজির দুই যাত্রী মুর্শেদা বেগম ও দুদু মিয়া। এ ঘটনায় আরো তিন সিএনজি যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হোসনে আরা খাতুন নামে আরেকজনকে মৃত ঘোষণা করা হয়। এসময় গুরুতর আহত অবস্থায় অপর যাত্রী ফরিদ মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে ঢাকা নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে ফরিদ মিয়া মারা যান। নিহতদের মধ্যে ফরিদ মিয়া, দুদু মিয়া ও মুর্শেদা খাতুন সকালে মাটি কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সরাইল উপজেলার শাহবাজপুর যাচ্ছিলেন ও অপর নিহত হোসনে আরা খাতুন পেশায় স্বাস্থ্য কর্মী। তিনিও সকালে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে একই সিএনজি দিয়ে সরাইল বিশ্বরোড মোড়ে যাচ্ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করতে পারলেও চালক পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply