স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
শোক স্তব্ধ পরিবার পরিজন বন্ধুবান্ধব ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় নিহত মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর নামাজে জানাজা।
রবিবার (০৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সাথেই তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে সময় উপস্থিত মুসল্লী পরিবার পরিজন, বন্ধুবান্ধবসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। জানাজা নামাজকে কেন্দ্র করে পুরো মাঠ জুড়ে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বগইর গ্রামের ওমর আলীর ছেলে নাজেল-(২৫), জেলা শহরের দাতিয়ারা এলাকার মামুন ভুইয়ার ছেলে নাজিম ভুইয়া-(২৫) ও জেলা শহরের কলেজপাড়া এলাকার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মিজানুর রহমানের ছেলে মোঃ এনামুল (২৬)।
এদিকে জানাজা নামাজ শেষে নিহত নাজেল ও নাজিম ভুইয়ার মরদেহ দাফনের জন্য তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আর নিহত এনামুলকে জেলা শহরের দক্ষিণ মৌড়াইল কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল শনিবার রাতে তিন বন্ধু মিলে মোটরসাইকেল দিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়ায় যাচ্ছিলেন। রাত ৮ টায় আগরতলা- সুলতানপুর সড়কের চিনাইর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপায় ঘটনাস্থলেই নাজেল ও নাজিম ভুইয়া মারা যান।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় নিহত তিন বন্ধুর নামাজে জানাজার একাংশ।
পরে গুরুতর আহতাবস্থায় এনামুলকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে শনিবার রাত ২ টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply