স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় ১২ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার (০৮ মার্চ) দিবাগত রাত ১২ টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস ও ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার রাতে অন্যান্য দিনের মতো দোকান পাট বন্ধ করে বাড়িতে চলে যান ব্যবসায়ীরা। রাত ১২ টায় সলিমগঞ্জ বাজারের একটি দোকান থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুণের সূত্রপাত শুরু হয়। পরে একে একে মুদি ও কনফেকশনারি দোকানসহ ১২ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনার খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিস ডিফেন্স স্টেশন মাস্টার দেবব্রত সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply