সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ।
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিদ্যালয়ের গনিত শিক্ষক আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি রহমত হোসেন। সরাইল উপজেলা টেলিভিশন জানার্লিস্ট, ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান ও সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ূব খান প্রমূখ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বক্তব্য এবং সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply