সংবাদ শিরোনাম
কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৮ তম বার্ষিকী পালিত বিজয়নগরে আপন ভাইদের হাতে বড় ভাইকে খুন করার অভিযোগ।। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ভাই পলাতক কমলগঞ্জে জোড়া খুনের প্রধান আসামী মাসুক আটক ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডার বুঝাই ট্রাক উল্টে ভয়াবহ অগ্নিকান্ড জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ফুলেল শুভেচ্ছা ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন কমলগঞ্জ সীমান্ত দিয়ে ১৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠালো ভারত কমলগঞ্জে স্কুল শিক্ষিকাকে কুপিয়ে হত্যা; গ্রেফতার-৪; পলাতক ঘাতক সাগরকে দ্রুত গ্রেফতারের দাবি এলাকাবাসীর কমলগঞ্জে পতিত রোপা আমন শস্য বিন্যাসে ব্রির মাঠ দিবস ও কৃষক সমাবেশ জমি সংক্রান্ত বিরোধের জের: কমলগঞ্জে শিক্ষিকাকে কুপিয়ে হত্যা।। আটক-৩
শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণসহ ৫ দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় “শিক্ষক বন্ধন”

শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণসহ ৫ দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় “শিক্ষক বন্ধন”

শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণসহ ৫ দফা দাবী আদায়ের লক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় “শিক্ষকবন্ধন” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) সকাল ১০ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ শিক্ষকবন্ধনের আয়োজন করেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আশরাফুল ইসলাম ভ‚ইয়ার সভাপতিত্বে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার শিক্ষকবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উক্ত শিক্ষকবান্ধব কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল উপজেলা থেকে তিন শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। বক্তারা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, আগামী ঈদুল ফিতরের পূর্বেই পূর্ণাঙ্গ উৎসবভাতা প্রদান, বেসরকারি শিক্ষকদের বদলী চালুকরণ, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানগণকে সরকারি হাইস্কুলের ন্যায় উচ্চতর বেতন স্কেল প্রদান ও সরকারিভাবে সরাসরি নিয়োগ দেয়ার ব্যবস্থা করার জোর দাবি জানান। বক্তারা আরও জানান আগামী ১৫ মার্চ ২০২২ তারিখে উক্ত দাবিগুলো আদায়ের লক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী ও মাননীয় শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এসকল দাবিসমূহ দ্রæত বাস্তবায়ন না করলে ঈদুল ফিতরের পর কঠোর কর্মসূচি দেয়া হবে বলে বক্তারা তাদের বক্তব্যে জানান। উক্ত শিক্ষকবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাহিদুল ইসলাম, কেন্দ্রীয় গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রেজাউল আজাদ, মো. মোশারফ হোসেন, মো. সাহেদ আলী, কামাল উদ্দিন, আবুল কালাম, আবু জামাল, জিয়াউর রহমান চৌধুরী, শেখ সাদী, কাজী জাহাঙ্গীর আলম, শফিকুর রহমান, লোকমান হোসেন, আব্দুল কাইয়ুম ও শফিকুল ইসলাম প্রমুখ। শিক্ষকবান্ধব কর্মসূচী পরিচালনা করেন মো. এনামুল হক ও শেখ শহিদুল ইসলাম।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com