শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণসহ ৫ দফা দাবী আদায়ের লক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় “শিক্ষকবন্ধন” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) সকাল ১০ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ শিক্ষকবন্ধনের আয়োজন করেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আশরাফুল ইসলাম ভ‚ইয়ার সভাপতিত্বে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার শিক্ষকবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উক্ত শিক্ষকবান্ধব কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল উপজেলা থেকে তিন শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। বক্তারা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, আগামী ঈদুল ফিতরের পূর্বেই পূর্ণাঙ্গ উৎসবভাতা প্রদান, বেসরকারি শিক্ষকদের বদলী চালুকরণ, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানগণকে সরকারি হাইস্কুলের ন্যায় উচ্চতর বেতন স্কেল প্রদান ও সরকারিভাবে সরাসরি নিয়োগ দেয়ার ব্যবস্থা করার জোর দাবি জানান। বক্তারা আরও জানান আগামী ১৫ মার্চ ২০২২ তারিখে উক্ত দাবিগুলো আদায়ের লক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী ও মাননীয় শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এসকল দাবিসমূহ দ্রæত বাস্তবায়ন না করলে ঈদুল ফিতরের পর কঠোর কর্মসূচি দেয়া হবে বলে বক্তারা তাদের বক্তব্যে জানান। উক্ত শিক্ষকবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাহিদুল ইসলাম, কেন্দ্রীয় গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রেজাউল আজাদ, মো. মোশারফ হোসেন, মো. সাহেদ আলী, কামাল উদ্দিন, আবুল কালাম, আবু জামাল, জিয়াউর রহমান চৌধুরী, শেখ সাদী, কাজী জাহাঙ্গীর আলম, শফিকুর রহমান, লোকমান হোসেন, আব্দুল কাইয়ুম ও শফিকুল ইসলাম প্রমুখ। শিক্ষকবান্ধব কর্মসূচী পরিচালনা করেন মো. এনামুল হক ও শেখ শহিদুল ইসলাম।
Leave a Reply