কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে মাধবপুর ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে জনসাধারণের সাথে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।রবিবার (১৩ মার্চ) বিকাল পাঁচটায় মাধবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান আসিদ আলীর সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল মোমিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ড.আব্দুস শহীদ এমপি।অনুষ্ঠানের শুরুতে ইউপি চেয়ারম্যান আসিদ আলী প্রধান অতিথিকে ফুলেল নৌকা উপহার দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আসলম ইকবাল মিলন,সাবেক সভাপতি এম,মোসাদ্দেক আহমেদ মানিক, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান,ইসলামপুর ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়া,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল,এনটিসির উপ মহা ব্যবস্থাপক শামসুল ইসলাম সেলিম প্রমুখ।পরে তারকা শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply