স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
নাপা সিরাপে নই, পরকিয়ার কারনে দুই শিশুকে মিষ্টির সাথে বিষ খাইয়ে হত্যা করেছেন মা লিমা বেগম। এতে করে নতুন মোড় নিচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের নিহত ইয়াছিন ও মুরসালিন এর মৃত্যু ঘটনাটি। পুলিশ হেফাজতে বিষয়টি স্বীকার করেছেন নিহত শিশুদের মা লিমা বেগম।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে নিহত ইয়াছিন খান ও মুরসালিন খান এর মা লিমা বেগমকে আটকের পর পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেন লিমা বেগম। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করে জানান, মুসা নামে এক যুবকের সাথে পরকীয়ার জের ধরে গত ১০ মার্চ রোজ বৃহস্পতিবার মিষ্টির সাথে বিষ খাওয়ান মা লিমা বেগম। আজ সকালে আটকের পর লিমা বেগম বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেন। মোল্লা মোহাম্মদ শাহীন আরো বলেন, আজ সরকারি বন্ধের পরও বিশেষ আদালত বসিয়ে ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আটক লিমা বেগমকে হাজির করা হয়েছে।
তিনি আরো জানান, আজ বৃহস্পতিবার সকালে নিহত ইয়াছিন ও মুরসালিন এর পিতা মোঃ ইসমাঈল হোসেন খান বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি অভিযোগ দায়েরের পর লিমা বেগমকে আটক করা হয়।
পুলিশ জানায়, আজ বিকেল ৩ টায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এদিকে, গত ১০ মার্চ ২০২২ ইং তারিখ রাতে নাপা সিরাপ খেয়ে মারা যান উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের দিনমজুর ইসমাইল হোসেনের ছেলে ইয়াছিন -(০৭) ও মুরসালিন-(০৫)। এরপর থেকে শিশুদের মা লিমা বেগম দাবী করে আসছেন নাপা সিরাপ খেয়ে দুই শিশু মারা গেছে।
এ ঘটনায় ঔষধ প্রশাসন, চট্রগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্যরা পুলিশের সহায়তায় যে ফার্মেসী থেকে নাপা সিরাপ কিনা হয়েছিল সেই মা ফার্মেসীর সকল নাপা সিরাপ ও শিশুদের খায়ানো নাপা সিরাপটিও উদ্ধার করে এর মান সঠিক কিনা তা যাচাইয়ের জন্য ঢাকা পাঠান। পরে পরীক্ষা-নিরীক্ষায় নাপা সিরাপের মান সঠিক পাওয়া যায়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply