কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে রাফিজ মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার(১৭মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার শমসেরনগর রেলওয়ে স্টেশনের অদুরে ভাদাইর দেউল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাফিজ ঐ এলাকার উত্তর ভাদাইরদেউল গ্রামের মৃত হরমুজ মিয়ার ছেলে।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেন যাওয়ার পথে কাটা পড়ে রাফিজ। মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে অবগত করলে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে।শমসেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply