ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির বলেছেন, জেলা নাগরিক কমিটির উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য গুণীজনদের যে সংবর্ধনা দেয়া হয় তা অত্যন্ত প্রসংশনীয়। তিনি সম্মিলিত প্রচেষ্টায় ব্রাহ্মণবাড়িয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।
মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা নাগরিক কমিটির উদ্যোগে ২০২০-২১ সালে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুনীজনদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা নাগরিক কমিটির সভাপতি ডাঃ মোহাম্মদ বজলুর রহমান এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএমএর সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এড. মোঃ হাবিবুল্লাহ । অনুষ্ঠানে গুণীজন হিসেবে মেয়র মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ শফিউল আলম লিটন, সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান বাবুল, অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশাত, সংবাদ পত্র পরিষদের সাধারণ সমস্পাদক মোঃ নজরুল ইসলাম শাহজাদা, রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবক আফরিন ফাতেমা জুইকে সম্মাননা দেয়া হয়।
নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক আল আমীন শাহীনের পরিচালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি আব্দুস সালাম, সাইদুর রহমান সর্দার, ইস্কান্দর মিয়া প্রমুখ।(প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply