কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে জীবনের লক্ষ্য ও স্বপ্ন নিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবার্স মৌলভীবাজার সিডিপি।বৃহষ্পতিবার(২৪ মার্চ) বিকাল সাড়ে ৩টায় উপজেলার আদমপুরে গুড নেইবারস্ পরিচালিত একে বাংলা স্কুল প্রাঙ্গণে মৌলভীবাজার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক রোমিও রতন গোমেজেওে সভাপতিত্বে ও এডমিন অফিসার প্রবীর নকরেকের সঞ্চালনায় ব্যতিক্রমী এ আয়োজনে আমন্ত্রিত অতিথি ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন্নাহার পারভীন ও আদমপুর ইউপির নারী সদস্য গুলনাহার বেগম। শিক্ষার্থীদের ভবিষ্যত স্বপ্নপূরণে করনীয় বিষয়ে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন সংস্থার মেডিক্যাল অফিসার ডাঃ শ্রীনিবাস দেবনাথ ,শিক্ষক জেসমিন রহমান পলি প্রমূখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply