ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেছেন, জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় সুপ্রতিষ্ঠিত করতে হলে নতুন প্রজন্মকে মহান স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস এবং পাকিস্তানী হানাদার বাহিনীর নৃশংসতাসহ ব্যাপক গণহত্যার বেদনা বিধূর ঘটনাসমূহের সঠিক চিত্র তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস জানার মধ্য দিয়েই শিক্ষার্থী, তরুণ বন্ধুরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক নাগরিক হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে সক্ষম হবে।
শুক্রবার (২৫ মার্চ) জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সরকারী অনার্স কলেজ ও সরকারী মহিলা কলেজে অনুষ্ঠিত পৃথক পৃথক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষণের সভাপতিত্বে এবং সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহর সভাপতিত্বে পৃথক পৃথক অনুষ্ঠানে দুই কলেজের শিক্ষক- শিক্ষিকা মন্ডলী এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply