স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে নায়েব আলী-(৩৮) নামে এক অস্ত্র ব্যবসায়ী একটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছেন র্যাব।
রবিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭ টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কড়ইকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন র্যাব- ১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেপ্তারকৃত নায়েব আলী নরসিংদি পৌর শহরের ৭ নং ওয়ার্ডের মুরাদনগর এলাকার মৃত মিজান মিয়ার ছেলে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যা ৭ টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কড়ইকান্দি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ক্রয় বিক্রয়ের সময় নায়েব আলীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন ও ০৫ রাউন্ড গুলি‘সহ নগদ ৩ হাজার টাকা উদ্ধার করে জব্দ করেন।
উদ্ধারকৃত বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি।
র্যাব-১৪,ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply