স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
২০২১ ইং সনের ২৬ শে মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে আসার প্রতিবাদে হেফাজতের নারকীয় তাণ্ডবের তৃতীয় দিনে ২৮ শে মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার এক বছর উপলক্ষে কলম বিরতি ও মানববন্ধন করেছেন পৌরকর্তৃপক্ষ।
সোমবার (২৮ মার্চ) সকালে হেফাজতের তাণ্ডবের প্রতিবাদে ও হামলাকারীদের বিচার দাবি করে কলম বিরতি পালন করা হয়। পরে দুপুর দেড়টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালন করেন পৌর সার্ভিস এসোসিয়েশন।
পৌর সার্ভিস এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সিনিয়র সহ সভাপতি এস এম আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক-১ সুমন দত্ত, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ গোলাম কাউসার, পৌর সচিব মোঃ সামছুদ্দিন, পৌর সার্ভিস এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ সহ পৌরসভায় কর্মকর্তা অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, গত ২৬ মার্চ ও ২৮ মার্চ হেফাজত সমর্থকদের তান্ডবে ক্ষতিগ্রস্থ যানবাহন ও নতুন ভবন নির্মাণের দাবী দ্রুত বাস্তবায়নের দাবী জানান। এই নারকীয় তান্ডবে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply