স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে রাফি ভূঁইয়া (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৮ মার্চ) রাতে জেলার নবীনগর উপজেলার লাউরফতেপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত রাফি ভুইয়া ঐ গ্রামের নিয়ামুল ভুইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নবীনগর উপজেলার লাউরফতেপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের প্রদীপ (২০) ও শিমুল (২১) নামে বখাটে দুই যুবক একই গ্রামের একটি মেয়েকে উত্ত্যক্ত করতো। গতকাল সোমবার সন্ধ্যায় রাফি ভুইয়াসহ ৪/৫ জন প্রদীপকে আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডেকে নিয়ে আসেন। সেখানে প্রদীপকে উত্ত্যক্তের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রদীপ সেখান থেকে চলে যেতে চাইলে এতে বাঁধা দেন রাফি। এসময় প্রদীপের কোমড়ে থাকা ছুরি দিয়ে রাফির বুকের মাঝখানে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত রাফিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত প্রদীপ ঐ গ্রামের স্বপনের ছেলে।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত প্রদীপকে গ্রেপ্তারের চেষ্টা করছেন পুলিশ। বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply