রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের উদ্যোগে গত মঙ্গলবার রাত ৮টায় শহরের মৌলভীপাড়াস্থ হ্যালো চাইনিজ রেস্টুরেন্টে ক্লাবের ৫ম বোর্ড সভা, ৯৭২তম নিয়মিত সাপ্তাহিক সভা ও তিনটি সেলাই মেশিন এবং তিনজন রোটারীয়ানের সার্টিফিকেট ও পিন প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র রোটারীয়ান মিসেস নায়ার করিব পিএইচএফ। রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের প্রেসিডেন্ট রোটারীয়ান সাংবাদিক মোঃ শাহজাদা পিএইচএফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট সাবেক অধ্যক্ষ রোটারীয়ান প্রফেসর মু. মজিবুর রহমান পিএইচএফ, ক্লাবের চার্টার সেক্রেটারী রোটারীয়ান পিপি রুহুল আমিন ভূইয়া বকুল পিএইচএফ, ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর জোনাল স্পেশাল কো-অর্ডিনেটর রোটারীয়ান পিপি ডাঃ মোঃ আবু সাঈদ পিএইচএফ, ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর এসিসষ্ট্যান্ট গভর্ণর রোটারীয়ান পিপি আশরাফ আহমেদ পিএইচএফ, রোটারীয়ান পিপি সাদরুল হুদা নিয়াজ পিএইচএফ, রোটারীয়ান পিপি ডাঃ মেজবাহ উদ্দিন চৌধুরী পিএইচএফ, রোটারীয়ান পিপি আনিসুর রহমান পিএইচএফ, রোটারীয়ান পিপি ক্ষমা রানী কর পিএইচএফ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারীয়ান ডাঃ মোস্তাফিজুর রহমান খান পিএইচএফ, প্রেসিডেন্ট নমিনী রোটারীয়ান ডাঃ শওকত হোসেন পিএইচএফ, রোটারীয়ান হুমায়ুন কবির পিএইচএফ, রোটারীয়ান মাসুদ আল মামুন পিএইচএফ, রোটারীয়ান আব্দুল কাইয়ুম পিএইচএফ, রোটারীয়ান ডাঃ এবি এম মুছা চৌধুরী পিএইচএফ, রোটারীয়ান মোখলেছুর রহমান পিএইচএফ, রোটারীয়ান মোঃ মনির“ল আলম পিএইচএফ, রোটারীয়ান জুয়েল রহমান পিএইচএফ, রোটারীয়ান ডাঃ সৈয়দ আরিফুল ইসলাম পিএইচএফ প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ভাউয়াল এর রোটারীয়ান ইঞ্জিনিয়ার সবুজ কাজী, ক্লাব পাস্ট লেডি রোকেয়া নাসরিন ও ইঞ্জিনিয়ার ইদ্রিস মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, সারাবিশ্বে রোটারী ক্লাব আর্ত মানবতার সেবায় নিরলস ও নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায়দের পাশে দাড়ানোর চেষ্টা করছে রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস। আমি আশাবাদি রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আলোচনা শেষে অনুষ্ঠানে ৩জন অস্বচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে পৌরসভার মেয়র রোটারীয়ান মিসেস নায়ার কবির ও রোটারীয়ান ডাঃ সৈয়দ আরিফুল ইসলামকে পিএইচএফ সার্টিফিকেট ও পিএইচএফ পিন প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে রোটারীয়ান ডাঃ সৈয়দ আরিফুল ইসলাম পিএইচএফ এর আমন্ত্রণে ফেলোশিপ ডিনারে সকলে অংশগ্রহণ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply