কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ তেতইগাঁও রশিদউদ্দীন উচ্চ বিদ্যালয়ের চার অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১মার্চ) দুপুর সাড়ে এগারোটায় তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহেনা বেগমের সভাপতিত্বে ও শিক্ষক হুমায়ুন রেজা সোহেলের সঞ্চালনায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন,সহকারী প্রধান শিক্ষক অনিল কুমার সিংহ, সহশিক্ষক শৈল বাবু সিংহ ও ভুবন মোহন সিংহকে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, ইসলামপুর পিএমপি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্যামাকান্ত সিংহ ও দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জয়ন্ত কুমার সিংহ।অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।মানপত্র পাঠ করেন শিক্ষার্থী নাবিহা তাহসিন।
Leave a Reply