স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আতিকুর রহমান সুমন-(২৮) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছেন দুর্বৃত্তরা।
সোমবার (০৪ মার্চ) ভোর রাতে সেহরির পর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত আতিকুর রহমান সুমন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। সে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামের একটি বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে ফার্নিচারের ব্যবসা করতেন।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার ভোররাতে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেন আতিকুর রহমান সুমন। সেহরি খেয়ে ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই কে বা কারা তাকে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর
Leave a Reply