স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় রহমত উল্লাহ-(৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (০৪ এপ্রিল) ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাড়িউড়া নামক এলাকায় ট্রাক চাপায় তিনি মারা যান। নিহত রহমত উল্লাহ জেলা বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী গ্রামের সুরুর রহমানের ছেলে। বুধন্তী বাজারে তার একটি চা প্যাকেটজাত করনের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে সরাইলের বিশ্বরোড থেকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়িতে আসছিলেন রহমত উল্লাহ। পথিমধ্যে বাড়িউড়া নামক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন রহমত উল্লাহ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে মারা যান।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply