সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানের দিকনির্দেশনায় সরাইল থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেনের তত্বাবধানে সরাইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শেহাবুর রহমান নেতৃত্বে এসআই (নিঃ) মিজানুর রহমান, এসআই (নিঃ) তারিকুল ইসলাম, এএসআই (নিঃ) রুবেল আখন্দ, এএসআই (নিঃ) দিপক চন্দ্র দেবনাথ ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ইসলামাবাদ গোগদ নামকস্থানে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশের্ব রাস্তার ঢালে লাউয়ার খাল সংলগ্ন হইতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো- উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কলেজ পাড়ার আবু ছায়েদের ছেলে মোঃ সোহেল মিয়া-(২৬), একই ইউনিয়নের ধরন্তী এলাকার আব্দুল মোতালেবের ছেলে মোঃ জীবন মিয়া-(৩০), একই উপজেলার নোয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ গোগদের মৃত হেবদু মিয়ার ছেলে মোঃ খোকন মিয়া-(২৮)।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সরাইল থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার ভোর পৌঁনে ৬টায় উপজেলার সদর ইউনিয়নের বড় দেওয়ান পাড়ার -সেলিম ঠাকুরের ছেলে হৃদয় ঠাকুর-(৩৬) বসত ঘরের সামনের উঠান হইতে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply