ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তল ও পিস্তলের ম্যাগাজিনসহ মোঃ সজিব-(৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছেন র্যাব।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় জেলা শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প ক্যাম্পের একটি আভিযানিক দল।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ০১টি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সজিব শহরের পূর্ব মেড্ডা এলাকা মৃত কুতুব রহমানের ছেলে।
র্যাব-১৪,ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply