স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বন্যা আশ্রয় কেন্দ্রের নবনির্মিত তিনতলা ভবনের শুভ উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
শুক্রবার (২২ এপ্রিল) বিকেল ৪ টায় জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীমুড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে “লক্ষীমুড়া উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন তিনি।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া।
উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষীমুড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পত্তন ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, লক্ষীমুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, আওয়ামীলীগ নেতা হৃদয় আহমেদ জালাল প্রমুখ।
উল্লেখ্য, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ২০২০-২০২১ অর্থ বছরের প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে লক্ষীমুড়া উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রের তিনতলা বিশিষ্ট এ ভবনটি নির্মাণ করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply