সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের হেফাজতে নজির আহমেদ (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকার তুমুল সমালোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে জেলার সরাইল থানা পুলিশের হেফাজতে ব্যবসায়ী নজির আহমেদ এর মৃত্যু হয়।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নিজসরাইল গ্রামের হেলাল মিয়ার ছেলে জুম্মান মিয়ার সাথে প্রতিবেশী নজির আহমেদ এর জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতে নজির আহমেদকে মারধর করেন জুম্মান। ঘটনার খবর পেয়ে সরাইল থানা পুলিশ নজির আহমেদকে আটক করে থানায় নিয়ে আসেন। থানায় আনার পর নজির আহমেদ অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ হেফাজতে ব্যবসায়ী নজির আহমেদ এর মৃত্যুর ঘটনায় তার ভাই মোঃ জাফর আহমেদ বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই ১৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় প্রতিবেশী হেলাল মিয়া নামে একজনকে আটক করেছেন পুলিশ।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নজির আহমেদকে মারধর করেন প্রতিবেশীরা। রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। মরদেহের সুরুতহাল রিপোর্ট করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় নজিরের প্রতিবেশী জুম্মান মিয়ার বাবা হেলাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply