সংবাদ শিরোনাম
নাসিরনগরে নদীর পাড়ে ধানতোলা নিয়ে দু’দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষে নিহত-১ ও আহত-২০

নাসিরনগরে নদীর পাড়ে ধানতোলা নিয়ে দু’দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষে নিহত-১ ও আহত-২০

নাসিরনগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় নদীর পাড়ে ধানতোলা নিয়ে দু’দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষে নায়েব উল্লাহ-(৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আরো ২০জন আহত হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটায় জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল ও শ্রীঘর গ্রামের লোকের মাঝে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
সংঘর্ষের আহতদের মধ্যে মিজান মিয়া-(৩০), আরজান মিয়া-(২০), দিপু মিয়া-(২০), দানা মিয়া-(২৮), আরমান-(২২), মহসিন-(১৯) শফিকুল-(১৮), সাইফুল ইসলাম-(২৪), তারা মিয়া-(৪০), মাহমুদুল হাসান-(২৬), আব্দুল করিম-(৪৫), মহসিন-(১৫), জুনাইদ-(১১) কে নাসিরনগর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লঙ্গন নদীর তীরে ধানতোলাকে কেন্দ্র করে শ্রীঘর গ্রামের তাজুল ইসলামের ছেলে জুনাইদ (৩৪) ও আশুরাইল গ্রামের ইউনুছ আলীর ছেলে জালাল মিয়ার মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে শ্রীঘর গ্রামের মৃত সানু মিয়ার ছেলে নায়েব উল্লাহ-(৪৫) গুরুতর আহত হলে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
এ বিষয়ে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোঃ আশিক মর্তুজা সীমান্ত বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নায়েব উল্লাহ হার্টএটাকে মারা যেতে পারে। তবে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ছাড়া এখনো সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না।
নাসিরনগর সরাইল ও আশুগঞ্জে পুলিশ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com