স্টাফ রিিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক হিসেবে ফের নিয়োগ পেলেন বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম এমএসসি।
বুধবার (২৭ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা সচিবালয় স্মারক নং-৪৬.০০.০০০০.০৪২.১৮.০০৭.২২.৬৪৬ এ জারি করা প্রজ্ঞাপনে জেলা পরিষদ আইন, ২০০০ [জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ অনুযায়ী সংশোধিত] এর ধারা ৮২ এর উপধারা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশের ৬১ টি জেলা পরিষদে প্রশাসক হিসেবে ৬১ জন নিয়োগ দেওয়া হয়েছে। এতে সদ্য বিদায়ী চেয়ারম্যানরাই প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
বুধবার দুপুরে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের বরাত দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ হায়দার আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply