ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দুঃস্থ ও অতিদরিদ্র অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেছেন পৌর মেয়র মিসেস নায়ার কবির।
বুধবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় পৌর শহরের পাইকপাড়া এলাকায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় এসব চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস, নির্বাহী প্রকৌশলী কাউছার আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাউসারসহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারী প্রমুখ। কর্মসূচীর উদ্বোধনকালে পৌর মেয়র মিসেস নায়ার কবির বলেন, ‘প্রধানমন্ত্রীর এ ঈদ উপহার খাদ্যশস্য সহায়তা কোনো দান নয়, এটি আপনাদের (দরিদ্র-অসহায়) অধিকার। এটি আপনাদের প্রাপ্য।
উলেখ্য, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৪৬২১ জন পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply