তৃতীয়বারের মতো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ) বিআরডিবি এর চেয়ারম্যান নির্বাচিত হলেন সাংবাদিক নেতা দীপক চৌধুরী বাপ্পি।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশনের দায়িত্ব থাকা জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক আলমগীর হোসাইন এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে চেয়ারম্যানসহ ৮ টি পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সকলেই নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্যরা হলেন-সহসভাপতি পদে সঞ্জয় রায় পোদ্দার, পরিচালক পদে সেলিম মিয়া, রঞ্জিত লাল মল্লিক, মোঃ সিরাজুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, মোঃ খোকন মিয়া ও আব্দুল কাইয়ুম। আগামী তিন বছর নবনির্বাচিত এ কমিটি দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, নবনির্বাচিত চেয়ারম্যান দীপক চৌধুরী বাপ্পি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply