ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪৬ কেজি গাঁজাসহ ১টি পিকআপ গাড়ি আটক করেছেন সরাইল থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সরাইল নাছিরনগর সড়কের জিলুকদারপাড়া এলাকা থেকে অভিযান পরিচালনা করে এসব মাদক আটক করেন সরাইল থানা পুলিশ। তবে এসময় মাদক পাঁচারকারীরা পালিয়ে যাওয়ায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সরাইল থানা পুলিশ। এ সময় মাদকপাচারকারীরা টের পেয়ে গাঁজাসহ পিকআপ রাস্তায় রেখে পালিয়ে গেলে পুলিশ গাঁজাসহ পিকআপটি আটক করেন। এ বিষয়ে সরাইল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply